এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজরা। সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বার্সেলোনা। এই ড্রয়ে সেভিয়ার খুব লাভ হয়নি। লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। শিরোপা প্রত্যাশী ক্রিস্টিয়ানোর রিয়ালের সঙ্গে এখন বার্সার পয়েন্ট পার্থক্য মাত্র ২। পয়েন্ট খুইয়েও বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। পরশু রাতে পয়েন্ট হারানোর কথা ছিল না বার্সার। দলের উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ একাই নষ্ট করেন তিন তিনটি সুযোগ। যার খেসারত গুনতে হয়েছে ক্যাটালানদের। তবে প্রথমার্ধেই দুই তারকা মেসি ও নেইমারের চোখ ধাঁধানো গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। নিজেদের ভুলে এগিয়ে যাওয়া ধরে রাখতে পারেনি। ১৪ মিনিটে মেসি এগিয়ে দেন দলকে। ডি-বক্সে মাথা থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। লিগে এটা তার ৩৪ নম্বর গোল। ৩৮ গোল করে তারচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। ৩০ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন নেইমার। বক্সে মাথা থেকে ডান পায়ের বাঁকানো শটে সেভিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন বার্সার ব্রাজিলিয়ান তারকা। লিগে এটা নেইমার ১৮ নম্বর গোল। দুই গোলে এগিয়ে থাকার পর আরও গোলের সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু সুয়ারেজের টানা ব্যর্থতায় গোলের দেখা পায়নি। এরই মধ্যে ৩৮ মিনিটে ব্যবধান কমান এভার বানেগা দূরপাল্লার শটে। বানেগার শট কোনোভাবেই হাত লাগাতে পারেননি বার্সার গোলরক্ষক। ৮৪ মিনিটে জেরার্ড পিকের ভুলে সমতা আনে সেভিয়া। স্বাগতিকদের সমতায় ফেরান কেভিন গামেইরো। এর আগে রিয়াল ৩-০ গোলে হারায় অ্যাইভারকে।