বরিশালে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এমএ আউয়াল চৌধুরী ভুলু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আমিনুল ইসলাম সুরুজ তালুকদার সহ অন্যান্যরা। এই লীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/ রশিদা