টেনিসে ভারতীয় উপমহাদেশ ভালো না করলেও ব্যতিক্রম সানিয়া মির্জা। নিজের পারফরমেন্স দিয়ে ইতিমধ্যে ভারতকে বিশ্বের ময়দানে অন্যভাবে চিনিয়েছেন তিনি। এই তো কদিন আগেই ইন্ডিয়ান ওয়েলসে নারীদের ডাবলসে শিরোপা জিতে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছিলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। এবার নিজেদের আরেক উচ্চতায় নিয়ে গেলেন এই দুই টেনিস তারকা।
সোমবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে নারীদের ডাবলসে শীর্ষে উঠেছেন সানিয়া-হিঙ্গিস জুটি। এর ফলে নতুন প্রথম ভারতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে ডাবলস র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ইতিহাস গড়লেন পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের সহধর্মিনী।
এর আগে, রবিবার ফ্যামিলি সার্কেল কাপের শিরোপা জেতেন সানিয়া-হিঙ্গিস জুটি। এটা এই জুটির টানা তৃতীয় শিরোপা। হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধার পর এখন পর্যন্ত একটি ম্যাচও হারেননি সানিয়া।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব