পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-২০ দিবা-রাত্রির। তাই গতকাল টাইগাররা অনুশীলনও করলেন ফ্লাডলাইটে। সাকিব আল হাসান ও রুবেল হোসেন ছাড়া জাতীয় দলে থাকা বাকি সব ক্রিকেটারই ঘাম ঝরিয়েছেন। গতকাল দুপুরে পাকিস্তান দলও বাংলাদেশে এসেছে। তারা অনুশীলন করেনি, সোজা গিয়ে হোটেলে উঠেছে। সেই ৯৯-র পর বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে আর জয় পায়নি। কিন্তু এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠায় ঘরের মাঠে সিরিজে এগিয়ে থাকবে টাইগাররাই। গতকাল অনুশীলনের পূর্বে আত্মবিশ্বাসের কথা জানালেন মুমিনুল হক। তিনি বলেন, 'আমরা বিশ্বকাপে ভালো খেলেছি। দলের সবাই এখন উৎফুল্ল। সবার ভাবনা একটাই, কিভাবে ভালো করা যায়!'
বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ব্যক্তি মুমিনুল হক ছিলেন ফ্লপ। তবে বিসিএল ফাইনালে দারুণ এক ইনিংস খেলে 'কিংস অব কক্সবাজার' ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে তিনি ভালো করার জন্য মরিয়া! মুমিনুল হক বলেন, 'পাকিস্তান সিরিজে নিজেকে ফেরাতে কাজ শুরু করেছি। চেষ্টা করছি কিভাবে উন্নতি করা যায়। কোচের সঙ্গে কথা বলেছি। নিজেও চেষ্টা করছি কিভাবে উন্নতি করা যায়। আশা করছি ভালো কিছু করতে পারব।'
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে মুমিনুল ভালো করতে না পারলেও দেশের মাটিতে কিন্তু সবসময়ই সফল। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিরুদ্ধেও তো দারুণ ব্যাটিং করেছেন। ওয়ানডে একটুখানি পিছিয়ে থাকলেও টেস্টে মুমিনুল খুবই ভয়ঙ্কর। ১২ টেস্টে তার গড় ৬৩-র উপরে। চার সেঞ্চুরির সঙ্গে রয়েছে সাত হাফ সেঞ্চুরি। তারপরেও নিজেকে সেরা ব্যাটসম্যান ভাবতে রাজি নন সাগর পাড়ের এই ক্রিকেটার, 'আমি নিজেকে কখনও সেরা টেস্ট ব্যাটসম্যান মনে করি না। চেষ্টা করছি ওয়ানডে কিভাবে ভালো করা যায়! যেখানেই ব্যাট করি বড় ইনিংস খেলার চেষ্টা করব।' পাকিস্তানের বিরুদ্ধে অনেক দিন জয় না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমি আগের কথা বলতে চাই না। আমরা কিন্তু দিন দিন উন্নতি করছি। আশা করছি খুব ভালো ক্রিকেট খেলবো। আমরা খুব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।' পাকিস্তান সিরিজে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মুমিনুলের ভাষ্য, 'সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে, তাই ওয়ানডে ভালো করতে পারছি না। পজিশন কোনো ব্যাপার নয়, ভালো খেললে যে কোনো পজিশনেই ভালো খেলা যায়।'