ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পিটারসেনকে বাধ্য করেছিলেন অবসর নিতে। কিন্তু কেপি যে এখনো ফুরিয়ে যাননি তা বার বার বলার চেষ্টা করেছেন। ইংলিশ তারকা ব্যাটসম্যান এবার দুর্দান্ত এক সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন তিনি এখনো শেষ হয়ে যাননি। ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে প্রথম ম্যাচেই পিটারসেন খেলেছেন ১৭০ রানের এক অসাধারণ ইনিংস। এদিকে ইসিবিতেও ব্যাপক পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেপি বিরোধীখ্যাত পল ডাউনটনকে। তাই ইংল্যান্ড দলে পিটারসেনের ফেরার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল।
সেঞ্চুরি করার পর কেভিন পিটারসেন বলেন, 'অনেক দিন পর সেঞ্চুরি পেয়ে ভালোই লাগছে। এটা আমার কঠোর অনুশীলনের ফল। আমি ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেও অনুশীলন করেছি নিয়মিত।'
এদিকে ডাউনটনের সঙ্গে সঙ্গে ম্যানেজিং ডিরেক্টরের পদটাও বিলুপ্ত করেছে ইসিবি। এখন বোর্ডের প্রধানের পদ 'ডিরেক্টর'। আগামী মাসে ইসিবির নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন গ্রেভস।