শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ১০ রান। প্রোটিয়া তরুণ জিয়াদ আব্রাহামের করা ওভারের প্রথম তিন বল থেকে তিন রান করে বাংলাদেশ। কিন্তু চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে যায় মো. সাইফুদ্দিন। দুই বলে দরকার সাত রান। চার হাঁকিয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন বাংলাদেশের ব্যাটসম্যান নেহাদুজ্জামান। কিন্তু শেষ বলে পড়ে যান লেগ বিফোরের ফাঁদে। রুদ্ধশ্বাস ম্যাচে দুই রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ের পর হারলো বাংলাদেশের যুবারা। সিরিজে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
গতকাল কক্সবাজারে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২২৯ রান। হাফ সেঞ্চুরি করেন আবদু গেলিয়েম। ৪০ রান আসে ওপেনার কাইল বেরেনির ব্যাট থেকে। ৪১ রানে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলার সালেহ্ আহমেদ শাওন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নেহাদুজ্জামান, সঞ্জীত সাহা, নাজমুল হোসেন ও সাইফুদ্দিন। ২৩০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৭০ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া সাইফুদ্দিন ৩৬, মোসাদ্দেক ৩৫ এবং ৩০ রান করেন জাকির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ (৫০ ওভারে ২২৯/৮) (গেলিয়েম ৫১, ফক্সক্রোফ্ট ৩৬, মুনসামী ৩৬; শাওন ৩/৪১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (৫০ ওভারে ২২৭/৭) (সাইফ ৭০, সাইফুদ্দিন ৩৬, মোসাদ্দেক ৩৫, জাকির ৩০, নাজমুল ২৪; জিয়াদ ৩/৩১)।
ফল : দক্ষিণ আফ্রিকা ২ রানে জয়ী।
ম্যাচসেরা : আবদু গেলিয়েম।