মোহামেডান শীর্ষে
যে দল তাতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের শিরোপা লড়াইয়ে থাকার কথা নয়। তার পরও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খারাপ খেলছে না সাদা-কালোরা। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করেছিল। কাল দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে পরাজিত করে টিম বিজেএমসিকে। সবুজ ও জুয়েল রানা বিজয়ী দলের পক্ষে গোলগুলো করেন। এ জয়ে শেখ জামাল ও মুক্তিযোদ্ধার সঙ্গে যৌথভাবে ৬ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্য শীর্ষে অবস্থান করছে মোহামেডান।
সাকিব বলে কথা
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের সহযোগিতায় ভারত জয় পেয়েছিল বাংলাদেশের বিপক্ষে। এছাড়া অন্যায়ভাবে ফাইনালে লোটাস কামালকে পুরস্কার বিতরণ থেকে বিরত রাখা হয়। এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দারুণ ক্ষুব্ধ। কিন্তু আইপিএল আবার ঠিকই উপভোগ করছে। এ নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীর বক্তব্য আইপিএল ঘিরে কোনো আগ্রহই থাকত না। কলকাতায় সাকিব আল হাসান খেলছেন বলেই ম্যাচ দেখা হচ্ছে।
দর্শক নেই
৭ এপ্রিল থেকে পেশাদার ফুটবল লিগের পর্দা উঠেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্যালারি ভরে যাওয়াতে বাফুফের আশা ছিল লিগেও দর্শক সমাগম হবে। বাস্তবে কিন্তু তা দেখা যাচ্ছে না। প্রায় গ্যালারি ফাঁকা অবস্থায় ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী আক্ষেপ করে বললেন, খেলার মান বেড়েছে এরপরও যদি দর্শক না আসেন তাহলে আর কি করার আছে। না, সালামের এ কথা মানতে চান না জাতীয় দলের সাবেক এক ফুটবলার। তিনি বলেন, ফুটবলে কি আগের রমরমা অবস্থা আছে। দর্শক টানতে বাফুফের উচিত ছিল প্রচারের। সত্যি বলতে কি অনেকেতো জানেনই না ঢাকার লিগ শুরু হয়েছে।
অপেক্ষা
মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং এবারও প্রিমিয়ার হকি লিগ বয়কট করবে। গতবার না খেললেও হকি ফেডারেশন দলগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, গতবার ছাড় দিয়েছিলাম। তার মানে এ নয় যে এবারও তারা বেঁচে যাবে। অপেক্ষায় থাকুন দেখবেন হকি ফেডারেশন চার দলকে উপযুক্ত শাস্তি দেবে।