টানা ১১ ম্যাচ হেরেও স্বপ্নের জাল বুনছে দিল্লি ডেয়ারডেভিলস। গতকাল মঙ্গলবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল এইটে প্রথম দল হিসেবে হারের হ্যাটট্রিক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার হারের হ্যাটট্রিক থেকে বাঁচতে মরিয়া ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর যুবরাজ সিং, অ্যাঞ্জেলো ম্যাথিউজরা।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করে হারলেও শেষ ১১টি ম্যাচে জয়ের মুখ দেখেনি ডেয়ারডেভিলস। আইপিএল সেভেন শেষ ন’টি ম্যাচ হেরে শেষ করেছিল তারা। আইপিএল এইটে প্রথম দু’টি ম্যাচেও একই ছবি।
ম্যাথিউজ বলেন, ‘শেষ দু’টি ম্যাচে আমরা অল্পের জন্য হেরেছি। দু’টি ম্যাচেই আমাদের জেতার মতো পরিস্থিতি ছিল৷ আশা করি পঞ্জাব ম্যাচ থেকেই আমরা ঘুরে দাঁড়াব।’
অন্য দিকে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের স্বরণিতে ফিরেছে প্রীতি জিন্টার পঞ্জাব। বুধবার পুনেয় তাদের ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পঞ্জাব৷
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন