ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সর্বশেষ একদিনের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের মোট পয়েন্ট ১২২। অার একাদশ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে। তাদের সংগৃহীত পয়েন্ট ১১৬। আর ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে একাদশ বিশ্বকাপের আরেক সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলংকা [১০৮ পয়েন্ট]; পঞ্চম নিউজিল্যান্ড [১০৭ পয়েন্ট]; ইংল্যান্ড ষষ্ঠ [১০১ পয়েন্ট] ও পাকিস্তানের অবস্থান সপ্তম স্থানে। তাদের পয়েন্ট ৯৫। আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। তাদের মোট পয়েন্ট ৯২। একাদশ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্ট বাংলাদেশের অবস্থান নবম স্থানে। তাদের মোট পয়েন্ট ৭৬। আর দশম স্থানে থাকা জিম্বাবুয়ের মোট পয়েন্ট ৫০। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ২০১৫/শরীফ