দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তিনি গত চার বছর ধরে প্রোটিয়াসদের প্রধান বোলিং কোচ ছিলেন। বোলিং কোচ হিসেবে সরে সারানোর এখনই উপযুক্ত সময় বলে জানিয়ে গতকাল তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
প্রোটিয়াসদের সাবেক প্রধান কোচ গ্যারি কার্স্টেনের আওতায় ২০১১ সালে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরের বোলিং কোচের দায়িত্বে আছেন তিনি।
উল্লেখ্য, ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট খেলে ৩৩০টি উইকেট নিয়েছেন। প্রোটিয়াস টেস্ট বোলারদের সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ২০১৫/শরীফ