বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের ভাষ্যমতে, স্কোয়াডে বাইরে কয়েকজন ক্রিকেটার ছিলেন যাদেরকে বিশ্বকাপে খেলানো গেলে আরো ভালো ফলাফল পাওয়া সম্ভব হত। তবে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডের প্রথম দু'টির জন্য ঘোষিত দল নিয়ে সন্তোষ প্রকাশ করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দল। অনুশীলন শুরুর আগে দল নিয়ে কোচ বলেন, ‘দল ভালো হয়েছে। আমরা দেশের মাটিতে খেলবো। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ার জন্য আমাদের সেরা দলই আছে।’
দলে ডাক পাওয়া নতুন ওপেনারর রনি তালুকদার প্রসঙ্গে কোচ বলেন, ‘রনি তার যোগ্যতা দেখিয়েই দলে এসেছে। দুই ফরম্যাটের ক্রিকেটেই সে প্রচুর রান করেছে। সুতরাং সে আসলে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদারই ছিলো। দেখা যাক সে সিরিজে কী করতে পারে।’
তামিম ইকবাল ফর্মহীনতায় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে রান না পাওয়ায় অন্য সবার চেয়ে তামিমই বেশি হতাশ। সেই অবশ্যই বেশি রান করতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যে কোনো দলের জন্যই পরিস্থিতি কঠিন ছিলো। সে সেখানে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। ঘটনাটা বেশি দিন আগের না, মাত্র দুই ম্যাচ আগের। দুই ম্যাচ আগেই সে ৯৫ রান করেছে। আমরা যদি কাউকে দুই ইনিংসের কথা মাথায় রেখে বিচার করি, তাহলে তো পরিস্থিতি কঠিন।’
এখন দেখার বিষয় প্রস্তুতি ম্যাচের জয় ধরে রেখে বাংলাদেশ পাকিস্তানকে খালি হাতে ফেরত পাঠাতে পারে কি না। আর তা যদি হয় তাহলে তো বিশ্ব ক্রিকেটে এক ভয়ঙ্কর দল হয়ে উঠবে টাইগাররা।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/সালাহউদ্দিন/মাহবুব