রবিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারিলিনায় ডাব্লিউটিএ ফ্যামিলি সার্কেল কাপ জয়ের মধ্য দিয়ে প্রথম ভারতীয় নারী তারকা হিসেবে বিশ্বে নারীদের ডাবলস টেনিসে শীর্ষস্থান অর্জন করের সানিয়া মির্জ। এ কৃতিত্বে ইতোমধ্যে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সানিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি সানিয়াকে পু্রো ভারতের গর্ব বলেও আখ্যায়িত করেছেন। এবার এ টেনিস তারকার স্বামী পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকও এ ঘটনায় উচ্ছ্বসিত। সানিয়াকে তিনি শুধু ভারত নয়, পাকিস্তানের গর্ব বলেও অাখ্যায়িত করেছেন।
ডব্লিউটিএ ফ্যামিলি সার্কেল কাপে ২৮ বছরের সানিয়ার পার্টনার ছিলেন সুইস টেনিস তারকা মার্টিনা হিংগিস। এ জুটি অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার এক জুটিকে সরাসরি সেটে ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন।
সানিয়ার কৃতিত্বে শোয়েব মালিক বলেন, 'আমি অত্যন্ত গর্বিত ও আনন্দে অভিভূত। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না৷ কোনো সন্দেহ নেই যে সে একজন ভারতীয়। ভারতের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমার স্ত্রী হিসেবে সানিয়া পাকিস্তানকেও গর্বিত করেছে। ১০০ ভাগ প্রচেষ্টা দিয়ে সানিয়া তার জাতিকে (ভারতকে) বিশ্বে নতুন জায়গায় নিয়ে গেছে।'
তিনি আরো বলেন, 'সানিয়ার এ অর্জন ভারত-পাকিস্তানের সব টেনিস ভক্ত ও টেনিস খেলোয়াড়ের জন্যও। সে বুঝিয়ে দিয়েছে কঠোর চেষ্টার মাধ্যমে বিশ্বে দরবারের কিভাবে নিজের জায়গা করে নেওয়া যায়। সে তরুণদের জন্য অনুপ্রেরণা।'
ফ্যামিলি সার্কেল কাপের ফাইনাল ম্যাচটি দেখেছেন শোয়েব মালিক। সানিয়া-হিংগিসের জয়ে তিনি আনন্দে-উদ্বেলিত হয়ে উঠেছিলেন। এ ব্যাপারে শোয়েব বলেন, 'সানিয়াকে বিয়ে করার আগেও আমি টেনিস পছন্দ করতাম। কিন্তু এখন টেনিস আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সানিয়ার প্রতিটি ম্যাচই আমি দেখার চেষ্টা করি।'
উল্লেখ্য, ২০১০ সালে সাবেক পাক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক ও ভারতীয় টেনিসের গ্ল্যামার কুইন সানিয়া মির্জার বিয়ে হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ২০১৫/শরীফ