পাকস্তানের বিরুদ্ধে এক উইকেটের দারুন এক জয় পেয়েছে বিসিবি একাদশ। দলের এই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল অলরাউন্ডার সাব্বির রহমানের ১২৩ রানের মূল্যবান এক ইনিংস। তাই ম্যাচ শেষে জয়ের নায়ক সাব্বির কথা বলেন গণমাধ্যমের সামনে। নিচে সাব্বিরের সেই কথাগুলো তুলে ধরা হলো।
এক প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, সেঞ্চুরি করে দলকে জেতাতে পেরেছি তাই অনেক ভাল লাগছে। অনুশীলন ম্যাচ হোক আর আন্তর্জাতিক ম্যাচ হোক এটা আমার প্রথম সেঞ্চুরি। আমি খুব উপভোগ করেছি। দলের প্রয়োজনে আমার ১ রান অনেক বড় বিষয়। সেখানে সেঞ্চুরি অনেক বড় কিছু।
অপর এক প্রশ্নের জবাবে সাব্বির বলেন, আমি রেকর্ডের কোনো কিছু চিন্তা করিনি। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি। আল্লাহর রহমতে ভাল খেলেছি। ম্যাচ জিতেছি এজন্য বেশি ভাল লাগছে।
প্রস্তুতি ম্যাচ হারার পর পাকিস্তান চাপে পড়ে গেল কি- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরে খেলতে গেলে অনুশীলন ম্যাচে হেরে গেলে মানসিক ভাবে ভেঙ্গে পড়ি। পাকিস্তানও এখনও চিন্তা করবে তারা অনুশীলন ম্যাচ হেরেছে। যা তাদের প্রথম ম্যাচে কিছুটা হলেও প্রভাব ফেলবে।
পাকিস্তানি বোলার সম্পর্কে সাব্বির বলেন, ওদের (পাকিস্তানের) বোলিং আক্রমণ বেশ ভালো। আমি ভাল ব্যাটিং করেছি। আমার একটা সুযোগ ওরা মিস করেছে। কিন্তু ওরা ভালো বোলার এবং ভালো বোলিংও করেছে।
আজেকের মতো ৪ নম্বরে ব্যাটিং করতে ইচ্ছুক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পজিশন নিয়ে কিছু বলতে চাই না। টিম ম্যানেজম্যান্ট ভালো বলতে পারবে আমি কোথায় খেলব। আমাকে যেখানেই খেলানো হোক না কেন আমি ভালো খেলার চেষ্টা করবো।
স্বল্প রানে চার উইকেট হারানোর পরও জয় সম্পর্কে সাব্বির রহমান বলেন, বিশ্বকাপ আমাদেরকে জয়ের আত্মবিশ্বাস গড়ে দিয়েছে। আমার বিশ্বকাপে ভালো খেলেছি। সেখান থেকে আত্মবিশ্বাস পেয়েছি যে আমরা চাইলে অনেক কিছু করতে পারব। আশা করি এই আত্মবিশ্বাসটা এই সিরিজে কাজে লাগবে আমাদের।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৫/মাহবুব