ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত ব্যস্ততার মধ্যেও সময় পেলে ছুটে যান ক্রিকেট ম্যাচ দেখতে। দেখেন ফুটবল ম্যাচও। প্রধানমন্ত্রী ব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। উপস্থিত থেকে লাল-সবুজ পতাকা নাড়িয়ে উৎসাহ দিয়েছেন ক্রিকেটারদের। হাত তালি দিয়েছেন তামিম, মুশফিক, সৌম্যদের চার ছক্কায়। শুধু ওয়ানডে নয় টি-২০ ম্যাচও দেখেছেন স্টেডিয়ামে উপস্থিত থেকে। টাইগারদের অভাবনীয় সাফল্যে আনন্দিত প্রধানমন্ত্রী গতকাল গণভবনে সংবর্ধনা দেন মাশরাফিদের। অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের প্রায় সাড়ে ৮ কোটি টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা দেন।
বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বকাপ খেলা দলটিকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু পাকিস্তান সিরিজের জন্য সেটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং টি-২০ ম্যাচ শেষে প্রধানমন্ত্রী নিজেই সময় দেন। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে টি-২০ ম্যাচেও হারিয়েছে। ক্রিকেটারদের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী গতকাল দুপুর সাড়ে ১২টায় ডেকে নিয়ে যান ক্রিকেটারদের। এরপর তাদের সঙ্গে অনেকটা সময় কাটান। ক্রিকেটারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজে থেকেই আর্থিক পুরস্কারের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার হাতে একটি তালিকা দেওয়া হয়েছে। তাতে ক্রিকেটারদের উইনিং বোনাস হিসেবে দেওয়া হবে ১ কোটি টাকা। আইসিসি থেকে পাওয়া যাবে ৩ কোটি টাকা। বিসিবি দেবে ১ কোটি ৩০ লাখ টাকা। বিশ্বকাপে ভালো খেলার জন্য আমি নিজে দেব ১ কোটি টাকা। বাংলাওয়াশ ও টি-২০ জয়ের জন্য দেব আরও ১ কোটি টাকা। বেক্সিমকো দিবে ১ কোটি টাকা। সব মিলিয়ে ৮ কোটি টাকার বেশি আর্থিক পুরস্কার দেওয়া হবে ক্রিকেটারদের।’ শুধু আর্থিক পুরস্কারই ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের ভবিষ্যৎ নির্ভার রাখতে একটি কল্যাণ ফান্ড গঠনের কথাও বলেন। যেখান থেকে জরুরি ভিত্তিতে খেলোয়াড়দের প্রয়োজনে আর্থিক সহায়তা করা হবে। এসব ঘোষণা ছাড়াও ক্রিকেটারদের আবাসন নিয়েও কথা বলেছেন। জায়গা বরাদ্দের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার যেন দুটি করে ফ্ল্যাট পান, সেই পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। আর্থিক পুরস্কার, আবাসন এবং কল্যাণ ফান্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, যে সব ক্রিকেটার আগে গাড়ি পাননি। তাদের গাড়ি দেওয়ার কথা নিশ্চিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ানডে সিরিজ ও টি-২০ ক্রিকেট খেলা ক্রিকেটারদের পাশাপাশি টেস্ট সিরিজের ক্রিকেটাররাও ছিলেন। ছিলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটারও। ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির সব পরিচালক। এছাড়াও ছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ হিথ স্ট্রিক, রুয়ান কালপাগে। এছাড়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, নির্বাচক প্যানেলের তিন সদস্য ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ইনশা আল্লাহ বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো শক্তিশালী দলকে বাংলাওয়াশ করেছি, টেস্টও জিতব। তবে এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ক্রিকেটারদের মনে রাখতে হবে ভালো খেললে যে কোনো শক্তিশালী দলকে হারানো সম্ভব।’
শিরোনাম
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- ব্যবসায়ী দলের শুভেচ্ছায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
- যুক্তরাজ্যের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প
আট কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর