ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত ব্যস্ততার মধ্যেও সময় পেলে ছুটে যান ক্রিকেট ম্যাচ দেখতে। দেখেন ফুটবল ম্যাচও। প্রধানমন্ত্রী ব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। উপস্থিত থেকে লাল-সবুজ পতাকা নাড়িয়ে উৎসাহ দিয়েছেন ক্রিকেটারদের। হাত তালি দিয়েছেন তামিম, মুশফিক, সৌম্যদের চার ছক্কায়। শুধু ওয়ানডে নয় টি-২০ ম্যাচও দেখেছেন স্টেডিয়ামে উপস্থিত থেকে। টাইগারদের অভাবনীয় সাফল্যে আনন্দিত প্রধানমন্ত্রী গতকাল গণভবনে সংবর্ধনা দেন মাশরাফিদের। অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের প্রায় সাড়ে ৮ কোটি টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা দেন।
বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বকাপ খেলা দলটিকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু পাকিস্তান সিরিজের জন্য সেটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং টি-২০ ম্যাচ শেষে প্রধানমন্ত্রী নিজেই সময় দেন। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে টি-২০ ম্যাচেও হারিয়েছে। ক্রিকেটারদের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী গতকাল দুপুর সাড়ে ১২টায় ডেকে নিয়ে যান ক্রিকেটারদের। এরপর তাদের সঙ্গে অনেকটা সময় কাটান। ক্রিকেটারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজে থেকেই আর্থিক পুরস্কারের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার হাতে একটি তালিকা দেওয়া হয়েছে। তাতে ক্রিকেটারদের উইনিং বোনাস হিসেবে দেওয়া হবে ১ কোটি টাকা। আইসিসি থেকে পাওয়া যাবে ৩ কোটি টাকা। বিসিবি দেবে ১ কোটি ৩০ লাখ টাকা। বিশ্বকাপে ভালো খেলার জন্য আমি নিজে দেব ১ কোটি টাকা। বাংলাওয়াশ ও টি-২০ জয়ের জন্য দেব আরও ১ কোটি টাকা। বেক্সিমকো দিবে ১ কোটি টাকা। সব মিলিয়ে ৮ কোটি টাকার বেশি আর্থিক পুরস্কার দেওয়া হবে ক্রিকেটারদের।’ শুধু আর্থিক পুরস্কারই ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের ভবিষ্যৎ নির্ভার রাখতে একটি কল্যাণ ফান্ড গঠনের কথাও বলেন। যেখান থেকে জরুরি ভিত্তিতে খেলোয়াড়দের প্রয়োজনে আর্থিক সহায়তা করা হবে। এসব ঘোষণা ছাড়াও ক্রিকেটারদের আবাসন নিয়েও কথা বলেছেন। জায়গা বরাদ্দের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার যেন দুটি করে ফ্ল্যাট পান, সেই পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। আর্থিক পুরস্কার, আবাসন এবং কল্যাণ ফান্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, যে সব ক্রিকেটার আগে গাড়ি পাননি। তাদের গাড়ি দেওয়ার কথা নিশ্চিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ানডে সিরিজ ও টি-২০ ক্রিকেট খেলা ক্রিকেটারদের পাশাপাশি টেস্ট সিরিজের ক্রিকেটাররাও ছিলেন। ছিলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটারও। ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির সব পরিচালক। এছাড়াও ছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ হিথ স্ট্রিক, রুয়ান কালপাগে। এছাড়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, নির্বাচক প্যানেলের তিন সদস্য ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ইনশা আল্লাহ বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো শক্তিশালী দলকে বাংলাওয়াশ করেছি, টেস্টও জিতব। তবে এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ক্রিকেটারদের মনে রাখতে হবে ভালো খেললে যে কোনো শক্তিশালী দলকে হারানো সম্ভব।’
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
আট কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর