ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-২০ ম্যাচে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হারা পাকিস্তান দল আরেকটি দুঃসংবাদ পেল। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন রাহাত আলি। এই ফাস্ট বোলারের বিকল্প এখনো ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাহাত। তার দল থেকে ছিটকে যাওয়ার খবর টুইটারের মাধ্যমে জানায় পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ওয়ানডেতে খেলেন রাহাত। প্রথম ম্যাচে ৫৬ রান দিয়ে এক উইকেট নেন। পরের ম্যাচে একটি উইকেট পেতে খরচ করেন ৫৭ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর সফরের একমাত্র টি-২০তেও গত শুক্রবার জয় পায় স্বাগতিকরা। রাহাতের আগে বাংলাদেশ সফর থেকে চোটের কারণে ছিটকে পড়েন পাকিস্তানের সোহেল খান, এহসান আদিল, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।