'লজ্জায় কোথাও বের হতে পারছি না। যার সঙ্গে দেখা হচ্ছে প্রসঙ্গ একটাই ক্রিকেটে পাকিস্তানের বেহাল দশা।' কথাটি বলছিলেন পিন্ডি এঙ্প্রেসখ্যাত এক সময় পাকিস্তানের বিশ্ব কাঁপানো ক্রিকেটার শোয়েব আকতার। ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে। তিন ম্যাচেই বিধ্বস্ত হয়েছে। একমাত্র টি-২০ ম্যাচের আরও করুণ হাল। এমন লজ্জাকর পারফরম্যান্সে পাকিস্তান জুড়েই ক্ষোভ বিরাজ করছে। সাবেক ক্রিকেটাররা এতটাই হতাশ যে আজহার আলির নেতৃত্ব দেওয়া দলটিকে পাড়ার দলের সঙ্গে তুলনা করেছেন। শোয়েব আকতার বলেন, 'পাকিস্তান দল ততটা শক্তিশালী ছিল না তা আমিও মানি। কিন্তু এতটা দুর্বল ছিল না যে সিরিজে কোনো ম্যাচেই দাঁড়াতেই পারবে না। যাক ওয়ানডেতে লজ্জা পেলেও ভেবেছিলাম শহীদ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটার যখন আছে তখন টি-২০ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মাশরাফিরা সত্যিকারে টাইগাররূপ ধারণ করে পাকিস্তানকে ক্ষত-বিক্ষত করে দেয়।'