একদিনের সিরিজে হোয়াইটওয়াশ ও একমাত্র টি-২০ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদেরকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ম্যাচ জেতা তো দূরের কথা, কোনো ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি পাকিস্তান। এমন পরিস্থিতিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশ দারুণ কিছু করবে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। টেস্ট সিরিজেও টাইগাররা ইতিহাস গড়তে পারে বলে তার মত।
রমিজ রাজা বলেন, 'ওরা আমাদের একটুও ছাড় দেবে না। কারণ টেস্টেও ওদের ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ থাকছে। পাকিস্তানের জন্য এটা হবে সত্যিকারের এক চ্যালেঞ্জ।'
উল্লেখ্য, ২০০৩ সালে মুলতান টেস্টে পাকিস্তানকে হারানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগারদেরকে মাত্র ১ উইকেটে ম্যাচটি হারতে হয়েছিল। আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশ দুটির মধ্যকার প্রথম টেস্ট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এ টেস্ট হবে। পরের টেস্টটি শুরু হবে ৬ মে থেকে। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ এ টেস্টটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ