ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের সদস্যরা আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন।
গতকাল শনিবার রিখটার স্কেলে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ায় ওইদিন কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২২০০ মতো নেপালী নিহত হয়েছেন। তবে বাংলাদেশি নারী ফুটবলাররা দেশটিতে নিরাপদেই আছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল ছেড়ে মাঠে নেমেছিল। পরে তারা ফের হোটেলের ভেতরে চলে যায়। তারা ভালো আছে এবং নিরাপদেই আছে।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই কাঠমান্ডুই এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, ফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তারও অনেক ক্ষতি হয়েছে। তবে বাতিল হওয়া ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব