১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ৬২ রানে হেরেছিল পাকিস্তান। এরপর মাঝে কেটে গেছে ১৬ বছর। এই সময়ের মধ্যে একটিবারের জন্য ক্রিকেটের কোনো ফরমেটে পাকিস্তানকে হারাতে পারিনি বাংলাদেশ। তাতে কি? ১৬ বছর যে দলকে হারাতে পারেনি সেই দলের বিরুদ্ধে জয় যেন ডাল-ভাত বানিয়ে ফেলেছে টাইগাররা। ওয়ানডে সিরিজে ৩-০ জয়ের পর একমাত্র টি-২০তে জয় বড় জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এমন পরাজয়ে নাকি পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মনটা ভীষণ খারাপ। লজ্জায় নাকি কোথাও বের হতে পারছেন না তিনি।
সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমি লজ্জায় কোথাও বের হতে পারছি না। যাদের সঙ্গে দেখা হচ্ছে তাদের মুখে একই রব, ক্রিকেটে পাকিস্তানের নাজুক অবস্থা।’
তিনি বলেন, ‘আজহারের নেতৃত্বে বাংলাদেশ সফরে যাওয়া পাকিস্তান দল ততটা শক্তিশালী ছিল না। কিন্তু এতটা দুর্বল ছিল না যে সিরিজে কোনো ম্যাচেই প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। ওয়ানডেতে তরুণ দল ছিল বলে সেটা মানা যায়। কিন্তু শহিদ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকতেও টি-২০ ম্যাচেও যে প্রতিদ্বন্দ্বিতা হলো না, এতে আমি খুবই হতাশ। তবে মাশরাফি-সাকিবদের প্রশংসা করতে ভুলেননি তিনি। তিনি বলেন, সত্যিই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ।’
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব