আগামী ২৮ এপ্রিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। রবিবার ওই টেস্ট ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করেছে মুশফিক ও মিসবাহর দল।
নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই সকাল সাড়ে ৯ টায় অনুশীলনের জন্য মাঠে প্রবেশ করে পাকিস্তান। একটানা প্রায় চার ঘণ্টা অনুশীলন করেন মিসবাহ-ইউনিসরা।
অন্যদিকে, রবিবার বেলা দেড়টায় মাঠে প্রবেশ করে বাংলাদেশ। কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন মুশফিক-তামিম-সাকিব-সৌম্যরা। বোলিং কোচ হিথ স্ট্রিককে দেখা গেছে পেস বোলারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করতে। নেটে ব্যাট ঝালিয়েছেন টপ ও মিডল অর্ডারের সব ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০তে টানা চার ম্যাচ জিতলেও অনুশীলনে সিরিয়াস দেখা যায় টাইগারদের।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব