ওয়ানডে সিরিজে পাকিস্তানেকে ওয়াইটওয়াশ করে খুশিতে মেতেছিল সারাদেশের মতো টাইগাররাও। আর একমাত্র টি-২০তে পাকিস্তানে হারিয়ে সেই আনন্দ-উল্লাসকে বানিয়েছিল বাঁধনহারা। ওই টি-২০ ম্যাচে জয়ের পর স্টেডিয়ামে নেচেছিল এক নৃত্যশিল্পী। না, তিনি কোনো পেশাদার শিল্পী নয়। তবে সেই নৃত্য দেখে কম মজা পাননি দর্শকরা।
ওইদিন পুরস্কার বিতরণী শেষে মাঠের মধ্যে নিজের নৃত্যপ্রতিভার অল্প কিছু ঝলক দেখান তরুণ পেসার তাসকিন আহমেদ। যা দেখে তুমুল করতালি আর হাসিতে ফেটে পড়ে মাশরাফি, রুবেল, সাব্বির, নাসির, সৌম্য ও মুস্তাফিজুরা।
মাশরাফি অবশ্য দাবী করেছেন তাসকিনকে এই নাচ নাকি তিনিই শিখিয়েছেন! দল যখন ভাল খেলে, উদযাপণের কতো নতুন নতুন পন্থাই না আবিষ্কার হয়!
https://www.youtube.com/watch?v=Q3_iM9aSd_Q
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৫/মাহবুব