খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন দুই ওপেনার তামিম ইকবাল ০৪ ও ইমরুল কায়েস ০২।
এর আগে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৬২৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে সফরকারীরা লিড পায় ২৯৬ রানের। দলের হয়ে সর্বোচ্চ ২২৪ রান করেন মোহাম্মদ হাফিক।
অন্যদিকে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন মুমিনুল হক।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান প্রথম ইনিংস: ৬২৮/৫, ওভার ১৪৮ (হাফিজ ২২৪, আজহার ৮৩, আসাদ ৮৩, সরফরাজ ৮২, মিসবাহ ৫৯; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০)।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব