খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তামিম ইকবাল। এটি টেস্টে তামিমের ৭ম সেঞ্চুরি। এছাড়া, সেঞ্চুরির অপেক্ষায় আছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসে এই দু'জনের অবিচ্ছিন্ন জুটিতে ১৮৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে মাত্র ১০৭ রান পিছিয়ে স্বাগতিকরা।
বর্তমানে তামিম ইকবাল ১০৯ রান নিয়ে ক্রিজে আছেন। তার এই শতরানের ইনিংসে আছে ৩ ছক্কা আর ১২ চার। অন্যদিকে, ৭৮ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। আর প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৩৩২ রান করেছিল বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব