টাইগার ওপেনার তামিম ইকবালের পর এবার সেঞ্চুরি করলেন আরেক ওপেনার ইমরুল কায়েস। ১৫৩ বলে তিন ছক্কা আর ১১ চারের সাহায্যে তিনি শতরান পূর্ণ করেন। এরআগে, ৩ ছক্কা আর ১২ চারে শতরান পূর্ণ করেন তামিম ইকবাল।
দ্বিতীয় ইনিংসে এই দু\'জনের অবিচ্ছিন্ন জুটিতে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৪০ রান। ফলে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে মাত্র ৫৬ রান পিছিয়ে স্বাগতিকরা।
বর্তমানে তামিম ইকবাল ১৩৪ রান নিয়ে ক্রিজে আছেন। অন্যদিকে, ১০৪ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস।
এর আগে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। আর প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৩৩২ রান করেছিল বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব