খুলনা টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনটা পাকিস্তানের হলেও চতুর্থ দিনটা নিজেদের করে নিলে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩২ রান করে অলআউট হলে ৬৬৮ রানের পাহাড় গড়ে পাকিস্তান। তাই ম্যাচ জেতা তো দূরের কথা ড্র করতে হলেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো টাইগারদের। আর সেটাই করে দেখালেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এই দুইজনের ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে খুলনা টেস্ট। আগামীকাল আবারও ব্যাট হাতে মাঠে নামবেন ১৩৮ করা তামিম ইকবাল আর ১৩২ রান করা ইমরুল কায়েস।
এরআগে, ৫৩৭ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। কিন্তু বাংলাদেশি স্পিনারদের বোলিং তোপে পড়ে দলীয় রানের সঙ্গে মাত্র ৯১ রানের বেশি যোগ করতে পারেননি দলের ৫ ব্যাটসম্যান। ফলে সফরকারীদের প্রথম ইনিংস থামে ৬২৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২২৪ রান করেন মোহাম্মদ হাফিজ। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৬টি উইকেট লাভ করেন।
এছাড়া, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করেন। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব