খুলনা টেস্টের চতুর্থ দিন অবিচ্ছিন্ন জুটিতে ২৭৩ রান তুলে নতুন এক রেকর্ড গড়েছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল (১৩৮) ও ইমরুল কায়েস (১৩২)। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উদ্বোধনী জুটির পাশাপাশি যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগামীকাল আবারও ব্যাট করবেন এ দুই ওপেনার। তাই তাদের সামনে থাকছে আরও বড় কিছু করার।
এর আগে, টেস্টে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল ২২৪। গত বছর নভেম্বরে চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তামিম ও ইমরুল কায়েস জুটি।
অন্যদিকে, যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে এ রেকর্ড গড়েন আশরাফুল ও মুশফিকুর রহিম।
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব