বুকে পাথর বেঁধে সারাদিন পাকিস্তানি বোলারদের শায়েস্তা করে গেলেন তামিম ইকবাল। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে চেষ্টা করে গেলেন বাংলাদেশকে রানের পাহাড়ের নিচ থেকে টেনে তুলতে। দু'জনেই করলেন সেঞ্চুরি। কিন্তু ক'জন জানতেন তামিমের বুকের ভেতর তখন কী হচ্ছিল?
সকালে ড্রেসিংরুমে বসে তামিম ইকবাল শুনেছেন তাদের পরিবারের গুরুজন, সকলের প্রিয় ফুফু ইন্তেকাল করেছেন। শোকাহত তামিম এ অবস্থা থেকেও মাঠে নেমে করলেন দারুণ এক সেঞ্চুরি। আর দিনের খেলা শেষে প্রিয় ফুফুকেই সেঞ্চুরি উৎসর্গ করেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাদের কাছে ফুফু কতটা প্রিয় তা বর্ণনা করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তামিম। বলেন, 'আমার বাবা বেঁচে নেই। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। ফুফুই আমাদের সব ছিলেন। আমি খুবই শকড হয়েছি এমন খবর শুনে। একবার ভেবেছিলাম, আমার ব্যাটিংটা শেষ করে আমি চট্টগ্রামে যাব। কিন্তু পরে ভেবে দেখলাম, আমি তো গিয়ে জানাজা পাব না। আমি আমার এই সেঞ্চুরিটা আমার ফুফুকে উৎসর্গ করছি।'
এমন মানসিক অবস্থার মধ্যেও এমন ব্যাটিং কীভাবে করলেন তামিম? জানতে চাইলে তিনি বলেন, 'দেখুন, যখন আপনি ব্যাট করবেন, তখন কিন্তু আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। মাঠে নামার পর আমাকে মানসিক সেই ব্যাপারটা মাঠের বাইরেই রেখে আসতে হয়েছে। আর আমি দিন শেষে সফল হয়েছি।'
বিডি-প্রতিদিন/০১ মে ২০১৫/ এস আহমেদ