বাংলাদেশের আরেক ওপেনার ইমরুল কায়েসও পাকিস্তানের বিপক্ষে চলমান খুলনা টেস্টে ব্যক্তিগত দেড়শ' রান পূর্ণ করেছেন। ২৩৭ বলে ১৬টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে এ মাইলফলকে পৌঁছেন ইমরুল। তবে দেড়শ' রান করেই অাউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। জুলফিকার বাবরের বলে দলীয় ৩১২ রানে আউট হন তিনি। অান্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর অাগে আরেক ওপেনার তামিম ইকবালও ব্যক্তিগত দেড়শ' রান পূর্ণ করেন। শেষ খবর পর্যন্ত ২১৭ বলে ১৫৭ রান নিয়ে ক্রিজে আছেন তামিম। তার সঙ্গে আছেন মুমিনুল হক।
খুলনা টেস্টের আজ পঞ্চম ও শেষ দিন। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে। এর ফলে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এখন টাইগাররা ১৭ রানের লিড নিয়েছে। শেষ দিনে এখনো তাদের হাতে ৯টি উইকেট রয়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩২ রানের জবাবে সফরকারীরা তাদের প্রথম ইনিংসে ৬২৮ রান সংগ্রহ করে। ফলে ২৯৬ রানে পিছিয়ে থেকে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। তবে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই জবাব দিয়েছে। গতকাল চতুর্থ দিনে তামিম ও ইমরুল দু'জনেই সেঞ্জুরি করেন। গতকাল দিনশেষে তামিম ১৩৮ রান ও ইমরুল ১৩২ রানে অপরাজিত ছিলেন। ফলে চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়েই টাইগাররা ২৭৩ রান করে। এর ফলে সফরকারীদের চেয়ে ২৩ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম দিনের খেলা শুৃরু করে স্বাগতিকরা।
উল্লেখ্য, ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ইমরুলের। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১০৬৯ রান করেছেন তিনি। টেস্টে তার ৩টি শতক ও ২টি অর্ধশতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ