আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের ড্যাশিং ক্রিকেটার তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের শেষ দিনে আজ নিজের প্রথম দ্বিশতক পূর্ণ করেছেন তিনি। পাকিস্তানী বোলার জুনায়েদ খানকে ছক্কা মেরে এই নতুন মাইলফলক স্থাপন করেন তিনি। টেস্ট ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ রান ও প্রথম দ্বিশতক। ২৬৪ বলে ১৭টি চার ও ৭টি ছক্কার বিনিময়ে ২০১ রান করেন তামিম।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দ্বিশতক করেছেন তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৩ সালের মার্চে গলে শ্রীলংকার বিপক্ষে প্রথম দ্বিশতক করেছিলেন। ঠিক ২শ' রান করেই অাউট হয়ে গিয়েছিলেন মুশফিক। আরেক বাংলাদেশি ক্রিকেটার মুমিনুল হকের টেস্টে সর্বোচ্চ সংগ্রহ ১৮১ রান। এ হিসাবে টেস্টে সর্বোচ্চ রানকারী বাংলাদেশি খেলোয়াড় এখন তামিমই।
উল্লেখ্য, ২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তামিমের। এখন পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে তার মোট সেঞ্চুরি ৭টি ও অর্ধশতক ১৭টি। অার মোট রান ২৯৬৮।
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ