বিশ্ব ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। খুলনা টেস্টের তৃতীয় ইনিংসে ৩১২ রানের জুটি গড়ে ভেঙে দেন ইংল্যান্ডের ২ ওপেনার কলিন কাউড্রে-জিউফ পোলারের রেকর্ড। ১৯৬০ সালের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা তাদের এই রেকর্ডটি গত ৫০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে ছিল। ফলে তৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ।
শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ওই সাবেক দুই ওপেনার কলিন কাউড্রে-জিউফ পোলার। ১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেন। দিনের শুরুতে তারা ধীরস্থিরভাবেই শুরু করেন। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম-ইমরুলকে নিয়ে নতুন এই মাইলফলকে পৌঁছে যান।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব