বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম অর্থাৎ খুলনা টেস্ট নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগুচ্ছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের চেয়ে ২৯৬ রানে পিছিয়ে থেকে পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে। ফলে সফরকারীদের বিপক্ষে স্বাগতিকদের সর্বমোট লিড দাাঁড়িয়েছে ১০৬ রান। তাদের হাতে এখনো ৭ উইকেট রয়েছে। অার পঞ্চম দিনে এখনো কমপক্ষে ৫২ ওভার খেলা বাকি আছে। বাংলাদেশ হয়তো দুইশ'র কিছু বেশি রান লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে দিনের শেষ অর্থাৎ তৃতীয় সেশনের প্রথম পাঁচ-দশ ওভার পর্যন্ত খেলতে হতে পারে। এমনটি হলে শেষ সেশনের ২০ ওভারে পাকিস্তানের জন্য টাইগারদের দেওয়া রান তাড়া করে ম্যাচ জেতা কোনোভাবেই হয়তো সম্ভব হবে না। এ বিবেচনায় বলা যায়, নাটকীয় কিছু না ঘটলে খুলনা টেস্ট নিশ্চিতভাবেই ড্রয়ের দিকেই এগুচ্ছে।
এর আগে আজ সকালে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ২৩ রানে পিছিয়ে থেকে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। পঞ্চম দিনে তামিম ইকবাল আগের দিনের ১৩৮ রান ও ইমরুল কায়েস ১৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করে। ইমরুল ১৫০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও তামিম তার স্বভাবসুলভ খেলা চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত তামিম নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন। তবে দ্বিশতকের পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ২০৬ রানেই মাঠ ছাড়তে হয় তাকে। তবে তামিমের ২০৬ রানই টেস্টে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩২ রানের জবাবে সফরকারীরা তাদের প্রথম ইনিংসে ৬২৮ রান সংগ্রহ করে। ফলে ২৯৬ রানে পিছিয়ে থেকে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। তবে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই জবাব দিয়েছে। গতকাল চতুর্থ দিনে তামিম ও ইমরুল দু'জনেই সেঞ্জুরি করেন। গতকাল দিনশেষে তামিম ১৩৮ রান ও ইমরুল ১৩২ রানে অপরাজিত ছিলেন। ফলে চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়েই টাইগাররা দ্বিতীয় ইনিংসে ২৭৩ রান করে। এর ফলে সফরকারীদের চেয়ে ২৩ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম দিনের খেলা শুৃরু করে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ