ব্রিটিশ ফুটবলার ওয়েন রুনি ১৬ বছর বয়সেই ইংলিশ ক্লাব এভারটনে যোগ দিয়েছিলেন। ওই বয়সেই স্কুল ছেড়ে সম্পূর্ণরূপে মাঠের লড়াইয়েই ব্যস্ত থাকতে হয়েছে তাকে। তবে দীর্ঘদিন পর ফের অাবার স্কুলে দেখা গেলো রুনিকে! এবার অবশ্য শিক্ষার্থী হিসেবে নয়, নিজের ছেলেকে নিয়ে একটি স্কুলে হাজির হয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনির বড় ছেলে কেই রুনির প্রাইমারি স্কুলের বার্ষিক সভা ছিল শুক্রবার। আর সেই সভাতেই কেই রুনির হাতে একটি সনদপত্র তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। মূলত এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যেই ছেলের সঙ্গে স্কুলে গিয়েছিলেন ফুটবলার রুনি।
ছেলের সনদপত্র পাওয়ায় খুশি রুনি নিজেও। ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে ব্যাপারটি শেয়ারও করেছেন তিনি। সেইসঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ