শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত কোন দেশ পাকিস্তান সফর করতে সাহস করেনি। ওই ঘটনার পর অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশে ক্রিকেট ফেরাতে ব্যর্থ হলেও চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় এবার পিসিবির চেষ্টা সফল হতে যাচ্ছে। দীর্ঘ ৬ বছর পর চলতি মে মাসে পাকিস্তান সফর করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসির টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে।
সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উইলসন মানাসে এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে, জিম্বাবোয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অলিস্টার ক্যাম্পবেল জানিয়েছেন, মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার পর অাগাস্টে পাকিস্তান দলও জিম্বাবুয়ে সফরে আসবে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ঢোকার মুখে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এই ঘটনার জেরে বিশ্বের সব দেশ পাকিস্তানে ক্রিকেট সফর বাতিল করেছিল।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব