অবশেষে ড্র-ই হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খুলনা টেস্ট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের পর ম্যাচ জেতার মতো যথেষ্ট সময় না থাকায় ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান। ফলে আম্পায়াররা ম্যাচটি ড্র ঘোষণা করেন। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু পেয়েছে বাংলাদেশ। ৩১২ রানের উদ্বোধনী জুটি গড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। সেঞ্চুরি পেয়েছেন ইমরুল। তবে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার তামিম ইকবাল। পাশাপাশি এক ইনিংসে ২০৬ রান করে দেশের হয়ে সর্বোচ্চ রানের দখলে নিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন।
এদিন, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৭৩ রান নিয়ে ব্যাট করতে নামে দুই অপরাজিত ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দলীয় ৩১২ রানে ব্যক্তিগত ১৫০ রান করে ইমরুল ফিরলেও ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন তামিম। দলীয় ৩৯৯ রানে যখন তামিম স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ২০৬ রানের এক মহামূল্যবান ইনিংস। এরপর সাকিব অপরাজিত ৭৬, মাহমুদুল্লাহ রিয়াদ ৪০ ও সৌম্য সরকার ৩৩ রানের ওপর ভর করে ড্র নিশ্চিত হয় খুলনা টেস্ট।
এর আগে, মোহাম্মদ হাফিজের ২২৪ রানের এক দুর্দান্ত ইনিংসের কল্যাণে প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৬২৮ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট নেন তাইজুল ইসলাম।
এরও আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মুমিমুল হকের ৮০ রানের সুবাদে ৩৩২ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব