ক্রিকেট মাঠে ওয়াহাব রিয়াজের আগ্রাসী আচরণ নতুন নয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটশনের সাথে তিনি এমন আগ্রাসী আচরণ দেখিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন। এবার আলোচনায় আসতে খুলনা টেস্টে সাকিব আল হাসানের সঙ্গে বাগ যুদ্ধে লিপ্ত হন পাকিস্তানের এই পেসার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের বিপক্ষে গায়ের জোরে বল করছিলেন ওয়াহাব। কিন্তু কোনো উইকেটের দেখা পাচ্ছিলেন না তিনি। আর তাতে তেলে-বেগুনে জ্বলছিলেন রিয়াজ। তাই আলোচনায় আসেতে বেছে নিলেন সাকিব আল হাসানকে। অযথাই বিশ্বসেরা অলরাউন্ডারকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন রিয়াজ। বিরক্ত হয়ে সাকিবও নেমে পড়লেন বাগযুদ্ধে। কিছুক্ষণ চলল সেই যুদ্ধ। যে যুদ্ধে কেউ কাউকে ছাড় দেওয়ার নয়।
মাঠে ওই সময় দুই ক্রিকেটারের মধ্যে কী কথা হয়েছে, সেটা এখনো জানা যায়নি। তবে ওয়াহাব যে ধরনের আচরণ করে যাচ্ছিলেন, তা ক্রিকেটীয় আচরণের বহির্ভূত। সাকিব হয়তো সেই আচরণই বুঝানোর চেষ্টা করেছিলেন বিতর্কিত ওই পাকিস্তানিকে। ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=14GSILsz58A
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব