চলতি বছর ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকে জয় পেয়েছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি আসরে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইল রোনালদো বাহিনী। গত ম্যাচে গোলশূন্য থেকে হতাশা নিয়ে মাঠ ছাড়া রোনালদো এ ম্যাচে খেলেছেন স্বভাবসুলভ ভঙ্গিতেই।
সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য গ্রহণ করা রিয়ালের রক্ষণে বেশ কয়েকবার চিড় ধরিয়েও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৩৬ মিনিটে গোল হজম করে বসে সেভিয়া। ইসকোর অ্যাসিস্টে দলের ও নিজের প্রথম গোলটি করেন রোনালদো। এর এক মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ এ তারকা। রোনালদোর দ্বিতীয় গোলে সহায়তা করেন জাভিয়ের হার্নান্দেজ।
৪০ মিনিটের মাথায় সেভিয়ার তারকা ভিদালের একটি শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৪৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় সেভিয়া। দলের সেরা তারকা বাক্কা পেনাল্টির সুযোগ থেকে দলের ব্যবধান কমান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় কার্লো আনচেলত্তির রিয়াল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ওয়েলস তারকা গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। তবে ৭৯ মিনিটে ভিদালের অ্যাসিস্ট থেকে আবারো ব্যবধান কমান সেভিয়ার ইবোরা।
উল্লেখ্য, লা লিগার চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। অার দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াদ মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ