বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারী ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের মোট ১৮টি উইকেটের পতন ঘটেছে। এটি ওয়েস্ট ইন্ডিজের যেকোনো মাঠে একদিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড। ১৮টি উইকেটের মধ্যে ইংল্যান্ডের প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে ৮টি ও ক্যারিবীয়দের প্রথম ইনিংসের ১০টি উইকেট রয়েছে।
প্রথম দিনের ২৪০ রানে সাত উইকেট হারানো ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে আরো ১৭ রান যোগ করতে অল আউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ২৫৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের রোষানলে পড়ে। অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানেই অলঅাউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। অ্যান্ডারসন একাই তুলে নেন ছয় ছয়টি উইকেট।
ইংলিশদের দ্বিতীয় ইনিংসেও ক্যারিবীয়দের মতো অবস্থা হয়। দলীয় ৩৯ রান তুলতেই তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কুক মাত্র চার রান করেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হন। দ্বিতীয় দিন শেষে গ্যারি ব্যালেন্স ১২ ও বেন স্টোকস শুন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ক্যারিবীয় বোলারদের মধ্যে জেরম টেলর দুটি উইকেট; গ্যাব্রিয়েল, হোল্ডার ও পারমল ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে বারবাডোজ টেস্ট ক্যারিবীয়রা জিতলে সিরিজটি ড্র হবে। ৫ উইকেট হাতে রেখে ইংলিশরা এখন পর্যন্ত ১০৭ রানের লিড নিয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ