এক ঐতিহাসিক ও রেকর্ড মূল্যের ফাইটে ফিলিপাইনের সিক্স ওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যানি প্যাকিয়াওকে হারালেন মার্কিন ফাইভ ওয়েট বক্সার ফ্লইড ম্যাওয়েদার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের গ্রান্ড গার্ডেন এরিনাতে অনুষ্ঠিত 'দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি' খ্যাত এ লড়াইয়ে ১১৮-১১০, ১১৬-১১২ ও ১১৬-১১২ পয়েন্ট জয় পান ম্যাওয়েদার। এ জয়ের মধ্য দিয়ে প্যাকিয়াওয়ের কাছ থেকে ডাব্লিউবিও বেল্ট ছিনিয়ে নিলেন মার্কিন এ বক্সার। লক্ষণীয় দিক হলো, তাদের মধ্যকার এ লড়াইকে বক্সিং ইতিহাসের সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ম্যাচটির মাধ্যমে ৪০০ মিলিয়ন ডলার আয় হয়েছে বলে আশা করা হচ্ছে। এর ফলে ম্যাওয়েদার ও প্যাকিয়াওর প্রত্যেকে সবমিলিয়ে ২৩০ মিলিয়ন ডলার করে পাওয়ার কথা রয়েছে।
লাস ভেগাসে প্যাকিয়াওকে হারানোর মধ্য দিয়ে ৩৮ বছর বয়সী ম্যাওয়েদার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কারণ গত ১৯ বছর ধরে অপরাজিত থেকে গেলেন তিনি। ১৯৯৬ সালে ৪৮টি ম্যাচের কোনোটিতেই হারেননি তিনি। অপরাজিত থেকেই হয়তো তিনি বক্সিং থেকে অবসর নিবেন কারণ চলতি বছরের সেপ্টেম্বরে তিনি তার শেষ ম্যাচ খেলবেন। এর আগে অবশ্য আর মাত্র ১টি ম্যাচ খেলার কথা জানিয়েছেন তিনি।
এদিকে, ৩৬ বছর বয়সী ম্যানি প্যাকিয়াও তার বক্সিং ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৬টি ম্যাচে হেরেছেন। জিতেছেন ৫৭টি ম্যাচে। ৩২ বছর বয়সে তিনি ফিলিপাইনের পার্লামেন্টের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। বক্সিং ছাড়াও তিনি বাস্কেটবল, অভিনয় ও গানও করেন। খবর বিবিসির
ভিডিও লিঙ্ক: http://tv.yahoo.com/video/mayweather-vs-pacquiao-highlights-072234104-cbs.html
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ