ভারতের জাতীয় ক্রিকেটার সুরেশ রায়নার পর এবার আরেক ক্রিকেটার রোহিত শর্মাও শিগগিরই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু রিতিকার সঙ্গে ইতোমধ্যে বিয়ের প্রাথমিক ধাপ 'বাগদান' সেরে ফেলেছেন রোহিত। বাগদানের কথা জানিয়ে হবু বউয়ের সঙ্গে আজ টু্ইটারে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এক টুইট বার্তায় সেরা বন্ধু থেকে হৃদয়ের সঙ্গী হওয়ার চেয়ে আর বেশি কিছু ঘটতে পারে না বলে জানান রোহিত। তবে রিতিকার সঙ্গে রোহিত ঠিক কখন বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোহিতের বাগদত্তা রিতিকাও খেলাধূলার সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের মধ্যে গত ছয় বছর ধরে জানাশোনা আছে।
উল্লেখ্য, ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা গত ৩০ এপ্রিল ২৮তম জন্মদিন উদযাপন করেন। সম্প্রতি তার আরেক সহখেলোয়াড় সুরেশ রায়নাও বাল্যকালের বন্ধু্ প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ