খুলনা টেস্টের শেষদিনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের মধ্যে। এ ঘটনায় রিয়াজকে যেখানে এরকম আচরণ না করার পরাশর্ম দেবেন, সেখানে তাকে বাহাবা দিয়ে উল্টো সাকিবের ওপর ক্রোধ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেটারা এমন দাম্ভিক আচরণ করতে পারলেও বাংলাদেশের কোন খেলোয়াড়ের কাছ থেকে এমন দাম্ভিক আচরণ মেনে নিতে পারছেন না তিনি।
পাকিস্তানের জিয়ো জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, এমনও দিন দেখতে হলো, যেদিন বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের চোখে চোখ রেখে কথা বলছে।
তবে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রমিজ রাজার এমন মন্তব্যের জবাবে মোহাম্মদ ইউসুফ অবশ্য বাংলাদেশের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এমন দিন যে এসেছে, এর পেছনে কারণও আছে। ওদের ক্রিকেটবোর্ড গত ৫/৬ বছর ধরে সঠিক পরিচর্যা করে এসব আত্মবিশ্বাসী ক্রিকেটারদের গড়ে তুলেছে। আমাদের দল যেখানে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, ওদের দল উপরে উঠছে।‘
খুলনা টেস্ট প্রসঙ্গে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘ ওই টেস্ট ম্যাচটি আমরা ড্র করিনি, আমরা আসলে বাংলাদেশের কাছে হেরে গেছি।’
এদিকে, সাকিব আল হাসান ও পাকিস্তানের ওহায়াব রিয়াজের মধ্যে বাকবিতণ্ডার শাস্তিস্বরূপ দুজনকেই তাদের ম্যাচ ফি’র শতকরা ৩০ ভাগ কেটে নিয়েছে আইসিসি। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব