ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে ৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো চেলসি। ফলে জোসে মরিনহোর শিষ্যদের কাছে লিগের বাকি ৩ ম্যাচ নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
রবিবার রাতে নিজ মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জয়সূচক গোলটি করেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইডেন হাজার্ড। ম্যাচের ৪৫ মিনিটে গোল করেছেন তিনি।
এ জয়ে ৩৫ ম্যাচে চেলসির সংগ্রহ দাঁড়িয়েছে ৮৩ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি (৩৪ ম্যাচ) ও আর্সেনালের (৩৩ ম্যাচ) সংগ্রহ যথাক্রমে ৬৭ পয়েন্ট। ফলে লিগের বাকি ৩টি ম্যাচে চেলসি যদি হেরেও যায় তবুও তাদের ছোঁয়া সম্ভব হবে না অন্য দলগুলোর পক্ষে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সাল ইংলিশ লিগের শিরোপা জিতেছিল চেলসি। গত বার এই শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব