ক্রিকেটার ক্রিস গেইলকে চেনেন না ক্রিকেট খেলা ভালোবাসেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি অনেকেরই প্রিয় ক্রিকেটারদের তালিকায় রয়েছে ওয়েস্টইন্ডিসের এই মারুকুটে ব্যাটসম্যানের নাম। ক্রিকেটার ক্রিজ গেইল একজন নৃত্যশিল্পীও বটে। আন্তর্জাতিক ক্রিকেটের গ্যাংন্যাম নাচের সূচনাটা তিনিই করেছিলেন। সেই গেইলকে এবার দেখা গেল ভিরাট কোহলির সাথে ‘ভাংড়া’ নাচে মত্ত হতে!
আইপিএলের অষ্টম আসরে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর। এরপর ড্রেসিংরুমে এই তান্ডব নৃত্যে মেতে ওঠেন ক্রিস গেইল, কোহলি ও মানদ্বীপ সিং।
https://www.youtube.com/watch?v=q6wdxGdXCb4
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব