বিস্ময় হলেও সত্যি যে আন্তর্জাতিক পর্যায়ে পুরুষদের চেয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা এখন সাড়া ফেলেছেন। দেশের বাইরেও তাদের চাহিদা বেড়েই চলেছে। কিছুদিন আগে মালদ্বীপ লোকাল আসরে খেলে এসেছেন সাবিনা। তার পারফরম্যান্স দেখে মালদ্বীপের ফুটবলপ্রেমীরা মুগ্ধ। তারই পথ ধরে এবার আরও দুই নারী ফুটবলার মিরানা ও সাবিনা আকতার মালদ্বীপে খেলতে যাচ্ছেন। তাদের সঙ্গী হচ্ছেন সাবিনাও। তিনি মালদ্বীপ টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩৭ গোল দিয়ে সাড়া ফেলে দেন। আগেরবার সাবিনা খাতুন ছয় ম্যাচে ৬০০ ডলার পেলেও এবার চার ম্যাচে পাবেন ১২০০ ডলার। অন্যদিকে মিরানা ও সাবিনা আকতার পাবেন ৬০০ ডলার করে।
তিন নারী ফুটবলারের মালদ্বীপে যাওয়া উপলক্ষে গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মিরানা বলেন, দেশের বাইরে খেলার সুযোগ পাওয়াতে নিজেকে ধন্য মনে করছি। আশা করি মালদ্বীপে ভালো খেলা উপহার দেব। গোলরক্ষক সাবিনা আকতার বলেন, আমাদের এ সুযোগ এসেছে সাবিনার জন্য। ও মালদ্বীপে ভালো খেলেছে বলে আমরা ডাক পেয়েছি। এ জন্য তাকে ধন্যবাদ জানাব। ফরোয়ার্ড সাবিনা খাতুন বলেন, আমি নিজেই পুলকিত। প্রথমবার একা গিয়েছিলাম। এবার তিনজন একসঙ্গে যাচ্ছি এবং একই দলে খেলব। বিদেশের মাটিতে ভালো ফুটবল খেলে দেশের সুনাম বাড়াতে চাই।