ইংলিশ সাংবাদিকদের ভোটে দেশটির 'ক্রিকেটার অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জো রুট। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জো রুটের নাম ঘোষণা করে পুরষ্কার দেয়া কমিটি।
২৪ বছর বয়সী এই ক্রিকেটার গত ১২ মাসে টেস্টে ১,১৩৫ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৪টি। পাশাপাশি ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন তিনটি। রুট বর্তমানে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৫/শরীফ