ব্যাড বয় খ্যাত ইতালিয়ান ফুটবলার মারিও বালোতেল্লির এবারের মৌসুমটা খুব বাজে গেছে। তবে মাঠের খেলায় গোল না পেলেও মনের খেলায় ঠিক-ই জিতে চলেছেন এই ইতালীয়ান। দীর্ঘদিন পর ফের বান্ধবী ফ্যানি নেগুয়েশা এবং বালোতেল্লির সাক্ষাৎ ঘটলো। গত বছর এসি মিলান থেকে লিভারপুলে চলে আসার পরপরই ফ্যানির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তার। কিন্তু সোমবার দু’জনকে দেখা গেল দুধ সাদা রঙের স্পোর্টস কারে৷ বেশ খোশমেজাজেই আছেন বলে ফ্যানি আর বালোতেল্লি দু’জনকেই দেখে মনে হচ্ছিল।
ব্রাজিল বিশ্বকাপের সময় বালোতেল্লির পাশেই ছিলেন ফ্যানি। কিন্তু মাঝে যে কী হল! দু’জনেই একে-অন্যের থেকে দূরে সরে গিয়েছিলেন। সোমবার অবশ্য ফ্যানি সাজগোজ করেই ঘুরতে বেরিয়েছিলেন। গোলাপি রঙের স্ট্র্যাপ বুট পরায় ফ্যানিকে একটু বেশি লম্বা দেখাচ্ছিল। এক মাস আগেই দু’জনের ছাড়াছাড়ি নিয়ে ম্যাগাজিনে মুখ খুলেছিলেন ফ্যানি। বলেছিলেন, 'আমরা আলাদা হলেও কোনো ঝগড়া কিন্তু হয়নি। সম্পর্ক ভেঙে গেছে বলেই কাউকে খারাপ বলতে হবে? যাকে ভালবেসেছি, তাকে কি ঘৃণা করা যায়? মারিও আমার জীবনের প্রথম প্রেম। ও চাইলে বন্ধু হিসেবে আজীবন পাশে থাকব।'
বিডি-প্রতিদিন/ ১৯ মে ২০১৫/শরীফ