সব প্রস্তুতি সম্পন্ন। এখন পর্দা ওঠার অপেক্ষা। হ্যাঁ, ২৭ মে থেকে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে এশিয়ান ট্যুর। যার নামকরণ করা হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। দেশে এই প্রথম গলফের এত বড় আন্তর্জাতিক আসর বসছে। আর এটা সম্ভব হয়েছে বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসাতে। দেশের খেলাধুলার মান উন্নয়নে এই গ্রুপ বরাবরই ভূমিকা রাখছে। প্রায় প্রতিটি খেলায় বসুন্ধরা গ্রুপ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ক্রীড়াঙ্গনে অবকাঠামো নির্মাণের পেছনেও ভূমিকা রাখছে। বাংলাদেশে গলফের এশিয়ান ট্যুর হবে তা ছিল অনেকের কাছে স্বপ্নের। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। পৃথিবীর বিখ্যাত গলফাররা আসরে অংশ নেবেন। এত বড় আয়োজনকে স্বার্থক করে তুলতে সংগঠকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সব কিছুই প্রস্তুতি শেষ। এখন শুধু কোর্সে গলফ গড়ানোর অপেক্ষা। ২-৩ দিনের মধ্যে অতিথি গলফাররা ঢাকা আসতে শুরু করবেন। গলফারদের উন্নতমানের হোটেলে রাখা হবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ওপেনের সুন্দর এক আয়োজন হবে বলে আশা করা যায়।
শুধু আয়োজন নয়। চেনা কোর্সে বাংলাদেশের গলফাররা যেন জ্বলে উঠতে পারেন সে জন্য আনা হয়েছে বিদেশি কোচ। নিজের সেরা খেলাটা তুলে ধরতে স্থানীয় গলফাররা প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও গলফার সিদ্দিকুর রহমান সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি তার পারফরম্যান্স ভালো না গেলেও আশা করছেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনে জ্বলে ওঠার। একদিকে গলফে দেশের সবচেয়ে বড় আয়োজন। এরপর যদি সিদ্দিকুর বা বাংলাদেশের কেউ চ্যাম্পিয়ন হয় তা হলে আসর স্মরণীয় হয়ে থাকবে। ফুটবল, ক্রিকেট, হকি বা দাবায় বড় আসরের আয়োজন করে ক্রীড়াঙ্গনে সাড়া পড়েছিল। এবার বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এশিয়ান ট্যুর ক্রীড়ামোদীদের মধ্যে সাড়া জাগাবে এ প্রত্যাশা করা যেতেই পারে।