নানা অসিলায় দেড় বছর আগেই বাংলাদেশ ক্রিকেট দলের টাইটেল স্পন্সরশিপ ছেড়ে দিয়েছে সাহারা কোম্পানি। এতে ক্রিকেট বোর্ডের লোকসান হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। এ লোকসান যাতে দীর্ঘায়িত না হয়, সে জন্য নতুন করে স্পন্সরশিপের তালাশ করছে বিসিবি। আজই দুই বছরের জন্য নতুন টাইটেল স্পন্সরশিপ চূড়ান্ত হতে পারে। এ লড়াইয়ে রয়েছে আটটি কোম্পানি। গুঞ্জন, এর মধ্যে রেসে রয়েছে গ্রামীণফোন, রবি ও প্রাণ ফ্রুটো। এ ছাড়া টেন্ডারে অংশ নিচ্ছে চ্যানেল আই, টপ অব মাইন্ড, স্পোর্টিজ সলিউশনও।
মার্চে নানা কারণ দেখিয়ে হঠাৎই চুক্তি বাতিল করে সাহারা। অথচ সাহারার চুক্তি ছিল ২০১৬ সাল পর্যন্ত। সাহারা বাতিল করলে একটু বিপাকে পড়ে বিসিবি। সিরিজভিত্তিক চুক্তি করে প্রাণ ফ্রুটোর সঙ্গে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ছিল কোম্পানিটি। ১৩ মে যে টেন্ডার কল করে ক্রিকেট বোর্ড, সেখানে অংশ নিচ্ছে প্রাণ ফ্রুটো কোম্পানি। আড়াই হাজার মার্কিন ডলারের টেন্ডার কড়ি কেনে আটটি কোম্পানি। কাল ছিল জমা দেওয়ার শেষ তারিখ। আজ দুপুর ১২টায় উন্মুক্ত করা হবে টেন্ডার। দুই বছরের চন্য যে টেন্ডার ডাকা হয়েছে, তার ফ্লোর প্রাইস ধরা হয়েছে ৩০ কোটি টাকা।
আগামী দুই বছরে বাংলাদেশ দেশে ও বাইরে মোট ১৭টি ওয়ানডে, ১৩ টেস্ট ও ৭টি টি-২০ ম্যাচ খেলবে। এসব আইসিসি নির্ধারিত। কোম্পানি টাইটেল স্পন্সর হবে জাতীয় দল, বাংলাদেশ 'এ' দল, অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ মহিলা দলের। টাইগারদের টাইটেল স্পন্সর হলেও আইসিসি নির্ধারিত টুর্নামেন্টগুলো এর বাইরে। এর মধ্যে থাকছে ২০১৬ সালের টি-২০বিশ্বকাপ, এশিয়া কাপ ক্রিকেট ও চ্যাম্পিয়ন্স ট্রফি।