দোলাচলে দুলছিল জিম্বাবুয়ের পাকিস্তান সফর। নিরাপত্তার অজুহাতে কখনো পিছু হটছিল জিম্বাবুয়ে। আবার পাকিস্তান ক্রিকেট বলছিল সফর করবেনই আফ্রিকান প্রতিনিধিরা। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় পাকিস্তানে পেঁৗছেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার মধ্যরাত ১টা ৪৫ মিনিটে লাহোরে পা রাখেন দেশটির ক্রিকেটাররা। উল্লেখ্য, ২০০৯ সালের পর এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করছে। ছয় বছর আগে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় আট নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন। সফরে গাদ্দাফী স্টেডিয়ামে দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সফরকারীদের পূর্ণ নিরাপত্তা দিতে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে গোটা লাহোর। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় নিরাপত্তা দিতে হাজারের উপর পুলিশ টহল দিচ্ছে। ৩০ সদস্যের জিম্বাবুয়ে দলে রয়েছেন ১৬ ক্রিকেটার, ৯ কর্মকর্তা ও ৫ বোর্ড কর্মকর্তা। দলটিকে অভ্যর্থনা জানান দুই মন্ত্রী। ২২ ও ২৪ মে প্রথম দুটি টি-২০। ২৬, ২৯ ও ৩১ মে তিন ওয়ানডে খেলবে দেশ দুটি।