প্রথমবারের মতো ট্রেবল (ইতালিয়ান সিরি এ, কোপা ইতালিয়া ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের সুযোগ জুভেন্টাসের সামনে। এরই মধ্যে ওল্ড লেডিরা নিশ্চিত করেছে লিগ শিরোপা। আজ তারা লেজিওর বিপক্ষে রোমের অলিম্পিক স্টেডিয়ামে নামছে কোপা ইতালিয়া জয় করতে! দীর্ঘদিন কোপা ইতালিয়ায় শিরোপার মুখ দেখেনি জুভেন্টাস। সেই ১৯৯৪-৯৫ মৌসুমে সর্বশেষ এই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০০১-০২, ২০০৩-০৪ ও ২০১১-১২ মৌসুমে ফাইনাল খেললেও হেরেছে পারমা, লেজিও এবং নেপোলির কাছে। আর গৌরব অর্জনের পাশাপাশি জুভেন্টাসের সামনে প্রতিশোধ নেওয়ারও ম্যাচ। ২০০৩-০৪ মৌসুমে কোপা ইতালিয়ার ফাইনালে পাভেল নেদভেদদের হারিয়ে শিরোপা জিতেছিল লেজিও। দীর্ঘ ১১ বছর পর সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে তেভেজদের সামনে। আল্লেগ্রি আকুল হয়ে অপেক্ষায় আছেন আরও একটা শিরোপার স্পর্শ পাওয়ার জন্য।
দিন কয়েক আগেই ইতালিয়ান ডার্বিতে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। রিয়াল মাদ্রিদকে টপকে নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সব মিলিয়ে দুরন্ত সময় পার করছে জুভেন্টাস। তা ছাড়া লেজিওর বিপক্ষে সাম্প্রতিক অতীতও দারুণ ওল্ড লেডিদের। দুই দলের গত পাঁচ ম্যাচের চারটাতেই জিতেছে জুভেন্টাস। একটাতে ড্র করেছে দুই দল। তবে লেজিও বর্তমান ইতালিয়ান সিরি এ লিগে হারানো রূপ ফিরে পাওয়া এক দল। কোপা ইতালিয়ার ফাইনাল পর্যন্ত পৌঁছতে তারা হারিয়েছে এসি মিলান এবং নেপোলির মতো দলকে। জুভেন্টাস ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হলেও লেজিওর মতো দলকে গুরুত্ব না দিয়ে পারছে না এ কারণেই। আল্লেগ্রি যেমন বললেন, 'আমরা আত্দবিশ্বাসী ট্রেবল জয়ের জন্য। তবে আমাদের কোপা ইতালিয়ার ফাইনাল জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে।' জুভেন্টাস ভক্তদের জন্য অবশ্য দুঃসংবাদ আছে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে সম্ভবত থাকছেন না চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের নায়ক আলভারো মোরাতা।
কোপা ইতালিয়া জিতলে জুভেন্টাসের সামনে সুযোগ থাকবে প্রথমবারের মতো ট্রেবল জয়ের। এর আগে জুভেন্টাস দুবার ডাবল (সিরি এ লিগ ও কোপা ইতালিয়া) জিতলেও (১৯৫৯-৬০ ও ১৯৯৪-৯৫) ট্রেবল জেতেনি কখনোই। ৬ জুন বার্সেলোনাকে হারালেই তো এই গৌরব অর্জন করবে ওল্ড লেডিরা!