ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন হয়েছে গতকাল। ২৪টি মিডিয়া হাউসের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ ফিরোজ আলম, বাংলাদেশ স্পোর্টর্স জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)-এর সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন তারেক, কামাল হোসেন বাবলু ও টুর্নামেন্টের সদস্য সচিব সাকির রুবেন। উদ্বোধনী দিনে মাছরাঙা টেলিভিশরের পক্ষে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। দিনের প্রথম খেলায় চ্যানেল নাইন (৬৪/২) ৪ উইকেটে হারায় দ্য ইন্ডিপেন্ডেন্টকে (৬২/৩)। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল নাইনের রাকিবুল ইসলাম। দ্য রিপোর্ট ২৪ (৮১/০) ৫ উইকেটে হারায় সময় টিভিকে (৭৮/৪)। জয়ী দলের জনি ম্যাচ সেরা হন। বাংলা মেইল (৩৯/৫) ৭ রানে হারায় ইন্ডিপেন্ডেন্ট টিভিকে (৩২/৫)। মাছরাঙা টিভি (৭৯/০) ৫ উইকেটে হারায় নিউ নেশনকে (৭৪/৪)। মোশাররফ রুবেল ম্যাচ সেরা হন। দৈনিক মানবকণ্ঠ (৪৭/৫) ৩ উইকেটে হারায় সকালের খবরকে (৪৬/৫)। ম্যান অফ দ্য ম্যাচ হন মানবকণ্ঠের রাসেল। দৈনিক জনকণ্ঠ মাঠে না আসায় ওয়াকওভার পায় চ্যানেল আই।